মেক্সিকোয় গাড়ির মধ্যে প্লাস্টিকে মোড়ানো ৬ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০১ এপ্রিল ২০২২

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি গাড়ি থেকে প্লাস্টিকে মোড়ানো ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ মার্চ) মরদেহগুলো উদ্ধার করা হয়।

দেশটির প্রসিকিউটররা বলেছেন, গুয়েরেরো রাজ্যের চিলাপাতে একটি গাড়ির ভিতরে প্লাস্টিকের ব্যাগে দেহাবশেষ পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

কয়েক বছর ধরে মেক্সিকোতে জনসমাগমস্থলে ফেলে রাখা বা সেতুতে ঝুলিয়ে রাখা বিকৃত মৃরদেহ উদ্ধারের ঘটনা বেড়ে গেছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রায়ই ঘটছে সহিংসতার ঘটনা।

এর আগে গত ৬ জানুয়ারি মেক্সিকোর মধ্যাঞ্চলের জাকাতেকাস রাজ্যে ফেলে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। গতবছর জুনেও মাদক চোরকারবারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর ১৮ জনের মরদেহ উদ্ধার হয় রাজ্যটিতে।

দেশটির সরকারি সূত্রে জানা গেছে, ২০২১ সালের প্রথম ১০ মাসে জাকাতেকাস রাজ্যে সহিংসতায় ৯৪৮ জন নিহত হন। তার আগের বছর একই সময়ে নিহত হন ৩৪২ জন। জানা গেছে, ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক সম্পর্কিত বিভিন্ন সহিংসতায় তিন লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়েছে মেক্সিকোতে।

সূত্র: এএফপি

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।