আর্জেন্টিনা ফুটবল দলের জরিমানা
ম্যাচ চলাকালীন সময়ে সমর্থকদের সহকামী বিদ্বেষী স্লোগান দেওয়ায় জরিমানা গুণতে হচ্ছে আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার আমেরিকার পাঁচটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে। আর্জেন্টিনা ছাড়া বাকি দেশগুলো হল চিলি, মেক্সিকো, উরুগুয়ে এবং পেরু।
ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে চারটি ম্যাচে চিলির সমর্থকরা সমকামী বিদ্বেষী স্লোগান দেওয়ায় এই শাস্তি পায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এই ঘটনা ঘটানোর কারণে চিলিকে ৪৮ হাজার ৭৩ পাউন্ড জরিমানা করে ফিফা।
পেরু আর উরুগুয়ের সমর্থকরাও চিলির বিপক্ষে ম্যাচে এই স্লোগান দিয়েছিল। আর আর্জেন্টিনার সমর্থকরা এই কাজ করেছিল ব্রাজিলের বিপক্ষে ম্যাচে। তাদের জরিমানা করা হয়েছে ১৩ হাজার ৭৩৫ পাউন্ড করে। এ ছাড়া একই ধরনের অপরাধের অভিযোগে হন্ডুরাসের ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা।
এমআর/আরআইপি