ঢাকা-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনা ৪০ যাত্রী আহত


প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুর জেলার শিবচরের অহাজী শরিয়ত উল্লাহ সেতুর টোল আদায়ের সামনে খান জাহান আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ৪০ যাত্রী আহত হন। বৃস্পতিবার বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা সড়কের পাশের হাজী শরিয়তউল্লাহ সেতুর টোল আদায়কারী ঘরের কাছেই নড়াইলগামী খানজাহান আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় রাস্তার পাশে একটি সিএনজি গাছের সঙ্গে দাড় করানো ছিল।

প্রত্যক্ষদর্শী মো. জহীর চৌধুরী জাগো নিউজকে জানান, কাওড়াকান্দি ফেরি ঘাট থেকে নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা খান জাহান আলী পরিবহনটি হাজী শরীয়ত উল্লাহ সেতু পাড় হয়ে টোল প্লাজার কাছে রাস্তার পাশের সিএনজিটি ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় দুর্ঘটনা কবলিত বাসের সঙ্গে প্রায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে পাঁচ্চর হাইওয়ে পুলিশ সার্জেন্ট আরিফ খান জাগো নিউজকে বলেন, খবর শুনে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উপ-পরিদর্শক আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ কে এম নাসিরুল হক/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।