মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশির মৃত্যু


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

মালয়েশিয়ায় ভূমিধসে এক বাংলাদেশি মারা গেছেন। নিহত বাংলাদেশির নাম কাশিম মুন্সি। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডস এলাকা থেকে কাশিম মুন্সির মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ৩৮ বছর বয়সী এই বাংলাদেশি ভূমিধসের সময় প্লাস্টিকের তৈরি একটি ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ ভূমিধসে তা মাটির নিচে চলে যায়। এতে তিনি মারা যান। মালয়েশিয়ার পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসের একটি ফার্মে কর্মরত ছিলেন কাশিম মুন্সি।

স্থানীয় অগ্নিনির্বাপণ অফিসের প্রধান মুহাম্মদ হাজিক হজমি বলেন, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তারা বিপদ সংকেত পাওয়ার পর ঘটনাস্থলে কর্মীদের পাঠান। সেখানে গিয়ে মাটির নিচ থেকে কাশিম মুন্সির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তা স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা বলেছেন, কাশিম মুন্সি ওই স্থানে কাজে যোগ দেন মাত্র দু’দিন আগে। সেখানেই সবজির বাগান দেখার জন্য প্লাস্টিকের তৈরি ছোট্ট একটি ঘরে থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ভূমিধস হয়। তাতে চাপা পড়েন কাশিম মুন্সি।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।