জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

জাপানে ৬ দশমিক ৭ মাত্রা শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিজুনাইয়ে ভূ-পৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ভূমিকম্পনটির উৎপত্তিস্থল ছিল। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চে জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে ৯ মাত্রার একটি শক্তিশারী ভূমিকম্পে সুনামির সৃষ্টি হয়েছিল।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।