জাকার্তায় দফায় দফায় বোমা বিস্ফোরণে নিহত ৪
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি শপিং মলের বাইরে কয়েক দফা বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে এক পুলিশ সদস্যসহ তিন হামলাকারী রয়েছে। বৃহস্পতিবার সারিনাহ শপিংমলের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সারিনাহ শপিংমলের বাইরে দফায় দফায় অন্তত সাতটি বিস্ফোরণ হয়েছে। হামলাকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মধ্যে এখনো গোলাগুলি চলছে। এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া প্রত্যক্ষদর্শীরা রাস্তায় অনেক মানুষকে পরে থাকতে দেখেছেন। প্রেসিডেন্ট প্যালেসের কাছে ওই শপিং মলের পাশে জাতিসংঘের অফিস রয়েছে। জাতিসংঘ দূতাবাস থেকে দেড়শ’ মিটার দূরে বিস্ফোরণে এক কর্মকর্তা আহত হয়েছেন।
তবে হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, আরো বিস্ফোরণের আশঙ্কায় স্থানীয়দের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
এআরএস/এসআইএস