আজকের ধাঁধা : ১৪ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৪:৫০ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

ধাঁধা :
১. ‘উঠিতে ঝটপট
     বসিতে পাহাড়,
     লক্ষ লক্ষ জীব ধরে
     করে না আহার।’

২. ‘উঠান ঠন ঠন বৈঠক মাটি,
     কুমারে পড়ছে ঐ।
     ঘটি বিনে দুধে হইচই,
     এমন কুমার পাইল কই?’

৩. ‘উঠান টন টন
     ঘণ্টায় বাড়ি।
     কোন ছাগলের
     মুখে দাড়ি।’

৪. ‘উঠানে বাগানে আমি থাকি বারো মাস,
     আমাকে পেতে লোকে করে কত আশ।
     আমাকে ছাড়া হয় না শুভ কাজ-অনুষ্ঠান,
     সোনার চেয়ে আমাকে বেশি দেয় সম্মান।’

উত্তর :
১. খেওয়া জাল
২. চুনের ঘটি
৩. রসুন
৪. ফুল

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।