ইবোলা মহামারির সমাপ্তি ঘোষণা করছে জাতিসংঘ


প্রকাশিত: ০৪:০২ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

দুই বছর ধরে চলা ইবোলা মহামারির সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  আজ (বৃহস্পতিবার) লাইবেরিয়া সম্পূর্ণভাবে ইবোলামুক্ত হতে পারে। খবর- এএফপি`র।
 
গিনি ও সিয়েরা লিওনকে প্রাথমিকভাবে ভাইরাসমুক্ত ঘোষণার পর জেনেভায় জাতিসংঘ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, লাইবেরিয়ায় সর্বশেষ ইবোলা পরীক্ষায় ঋনাত্মক ফলাফল আসার ৪২ দিন পর এ ঘোষণা দেয়া হচ্ছে।

ইতোপূর্বে ঘোষণাটি শুক্রবার দেয়ার কথা ছিল। তবে সময় পরিবর্তনের কারণ জানানো হয়নি।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।