তুরস্কে পুলিশ সদর দফতরে বোমা হামলা : নিহত ৫


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে পুলিশ সদর দফতরে একটি গাড়িবোমা হামলায় ৫ জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ৩৬ জন। বুধবার রাতে সিনার জেলায় এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

তুর্কি সরকার এই হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিদের দায়ী করেছে। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

তুর্কি গণমাধ্যম জানিয়েছে, বোমাটি পুলিশ সদর দফতর ভবনের প্রবেশমুখে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে পাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও এক নারী রয়েছেন।  উদ্ধারকারীরা ধ্বংসস্তুপ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে প্রদেশটিতে তুর্কি সেনাবাহিনী ও পিকেকের জঙ্গিদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।