রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর ভস্মীভূত


প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

রাঙামাটিতে আকস্মিক অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর ভস্মীভূত হয়েছে। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে শহরের টিটিসি সড়কের কল্যাণপুর নামক আবাসিক এলাকায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতি প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত লোকজন। তবে ফায়ার সার্ভিসের কর্তব্যরত লোকজন জানিয়েছেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা যায়নি। তবে ক্ষয়ক্ষতি কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা দিয়েছেন তারা।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার বাসিন্দা পরিতোষ চাকমার বসতঘরের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে আগুন মুহূর্তেই আশেপাশের বাড়ি-ঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের লোকজন। এতে প্রায় দু’ঘণ্টাব্যাপী চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে অল্পের জন্য ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন আশেপাশের বসত ঘরের লোকজন।

সুশীল প্রসাদ চাকমা/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।