বছরের সর্বোচ্চ লেনদেন ডিএসইতে


প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

সপ্তাহের শুরুতে দরপতন হলেও চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়ালো। যা চলতি বছরের সর্বোচ্চ লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবার ডিএসইতে দিন শেষে টাকায় লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে প্রায় ১৭০ কোটি টাকা বেশি। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি টাকা। এর আগে গত ৬ জানুয়ারি ৬৫৫ কোটি টাকা  লেনদেন হয়েছিল ডিএসইতে।  

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে ৩২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৮টির দাম বেড়েছে, কমেছে ৯২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৩৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৭৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৫৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ৯৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৭ টির, কমেছে ৫৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৫৭ লাখ টাকা।

এসআই/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।