জামিনে মুক্তি পেলেন খন্দকার মোশাররফ


প্রকাশিত: ১১:২৩ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুরে ড. খন্দকার মোশারফ হোসেনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজ যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়।

এসময় কারাফটকে ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন, তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত উপস্থিত ছিলেন।

এমএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।