নওগাঁয় আদিবাসী হত্যায় আটক ২
নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী লুইচ সরেন (৫০) হত্যা মামলায় সন্দেহভাজন দুই আদিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা জাবড়ীপাড়া নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, দূর্গা চঁড়ের ছেলে চোরকা চঁড় (৫০) এবং একই গ্রামের চন্দন চঁড়ের ছেলে মুক্তি রঞ্জন চঁড় (৪০)।
নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জাগো নিউজকে জানান, গত শনিবার দুপুরে উপজেলার ভাবিচা গ্রামের একটি ফাঁকা মাঠে লুইচ সরেনের মরদেহ পড়ে ছিল। পরে কৃষকরা দেখে থানায় সংবাদ দেন। পরে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। হত্যার পর লুইচের মুখমন্ডল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় যাতে তাকে কেউ চিনতে না পারেন।
তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় সন্দেহজনক ওই দুই আদিবাসীকে আটক করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
আব্বাস আলী/এমজেড/আরআইপি