রোহিঙ্গা সন্দেহে পশ্চিমবঙ্গে আটক ৭

জ্যোতির্ময় দত্ত জ্যোতির্ময় দত্ত , পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৬ মার্চ ২০২২
ফাইল ছবি

রোহিঙ্গা সন্দেহে ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সাতজনকে আটক করেছে দেশটির পুলিশ। বাংলাদেশ সীমান্ত পার হয়ে দিল্লিতে পাড়ি দেওয়ার আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে তাদের আটক করা হয়।

দেশটির পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে সব কিছু খতিয়ে দেখছে। পুলিশ জানায়, রেলপথে দিল্লি পৌঁছানোর পরিকল্পনা ছিল তাদের।

ঘটনার তদন্ত করছেন জি আর পি এফ ও আর পি এফসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। জানা গেছে, গত মঙ্গলবার আসামের কুমারঘাট থেকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে চড়েন ওই ৭ জন। উদ্দেশ্য ছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে (এন জে পি) নেমে সেখান থেকে অন্য ট্রেনে দিল্লি যাওয়া।

এরপর নির্দিষ্ট সময়ে এন জে পি পৌঁছান তারা। সেখানেই সম্পর্ককান্তি এক্সপ্রেসে দিল্লি যাওয়ার অপেক্ষায় ছিলেন। এরপর স্টেশনে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তখনই স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ডলাইনের সহযোগিতায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আটক নারীরা জানান, বাংলাদেশ থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের। এই কাজে এজেন্ট হয়ে কাজ করেছে আটক মোহাম্মদ জুবেইর নামে এক ব্যক্তি।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।