খুলনা সার্কিট হাউজ ময়দান উন্মুক্ত রাখার দাবি


প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

খুলনার একমাত্র খেলার মাঠ সার্কিট হাউজ ময়দান সারা বছর খেলাধূলার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে সার্কিট হাউজ ময়দান বাঁচাও আন্দোলন কমিটি। দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে তারা।

কর্মসূচির মধ্য রয়েছে, খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, ১৪ জানুয়ারী বিকালে খুলনা সার্কিট হাউজ মাঠে অবস্থান কর্মসূচি, ১৬ জানুয়ারী জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, ১৮ জানুয়ারী ক্রীড়ামন্ত্রী ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কাছে স্মারকলিপি পেশ, ১৫ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত গণস্বাক্ষর অভিযান।

গতকাল বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেয়া হয়।

সম্মেলনে লিখিত বক্তৃতায় বলা হয়, খুলনা থেকে জাতীয় পর্যায়ে নামীদামী অনেক খেলোয়াড় বেরিয়েছে। এরমধ্যে ফুটবলার আসলাম, জসিম উদ্দিন জোসী, সালাম মুর্শেদী, শওকত কামাল, দেবাশীষ বড়–য়া, শেখ সালাহ উদ্দিন, ক্রিকেটার মাঞ্জারুল রানা, সেতু, মঞ্জু, সোহাগ গাজীর মত খেলোয়ার তৈরী হয়েছে খুলনা থেকেই।

তাদের দেখানো পথেই খুলনা সার্কিট হাউজ মাঠের চারপাশে গড়ে উঠেছে ১৬ টি ক্রিকেট এবং ৪টি ফুটবল একাডেমী। এসব একাডেমীর হাজারের বেশী শিশু-কিশোর প্রতিদিন সকাল-সন্ধ্যা অনুশীলন করে।

খুলনার একমাত্র নারী ফুটবল একাডেমীর যাত্রা শুরু হয়েছে এখান থেকে। ৪৮ টি ক্রিকেট ক্লাব ও ৪৮ টি ফুটবল ক্লাবের অধিকাংশ খেলা ও অনুশীলন এখানেই হয়। খুলনা জেলা স্টেডিয়ামের নির্মান কাজ চলায় সেখানেও খেলার সুযোগ নেই। ফলে খুলনা সার্কিট হাউজ ময়দানই একমাত্র ভরসা।

কিন্তু খুলনার খেলার একমাত্র মাঠ সার্কিট হাউজ ময়দানে বছরের ৬ মাস খেলাধূলা বন্ধ রাখতে হয়। বাণিজ্য মেলা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সভা-সমাবেশের কারণে ৫ মাস মাঠে খেলাধূলার কোন পরিবেশই থাকে না। ফলে মাঠ না থাকায় খেলাধূলা বন্ধ রাখতে হয়।

সার্কিট হাউজ ময়দান বাঁচাও আন্দোলন কমিটি এই মাঠে কোন মেলা না করার জন্য সকলের প্রতি আহŸান জানান।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহŸায়ক ও কেসিসির কাউন্সিলর আলী আকবর টিপু, উপস্থিত ছিলেন সুজন আহমেদ, ক্রিকেট কোচ অহিদুল ইসলাম সেলিম, মহিলা ফুটবল একাডেমীর চেয়ারম্যান এজাজ আহমেদ।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।