চলচ্চিত্রের পাইরেসি সম্রাট ও ইউনানীর মালিকসহ গ্রেফতার ৯


প্রকাশিত: ০৫:০৭ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

চলচ্চিত্রের অডিও-ভিডিও পাইরেসি সম্রাট সাগর ওরফে জনি চৌকিদার ও ইউনানী হারবালের মালিক হাকিমসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২৫ হাজার পাইরেড সিডি, ২টি বিদেশি পিস্তল, ইয়াবা, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ সিডি পাইরেসি করার সরঞ্জাম জব্দ করে র‌্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান।

মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এফডিসি কর্তৃপক্ষের সহযোগিতায় গুলশান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় এফডিসি’তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এসময় উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, এফডিসির গভার্নিং বডির সদস্যবৃন্দ।

জেইউ/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।