বুধবার নোয়াখালী যাচ্ছেন প্রধান বিচারপতি


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে) নোয়াখালী ও লক্ষীপুর সফরে যাচ্ছেন বুধবার। সফরসঙ্গী হিসেবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের থাকার কথা রয়েছে। সুপ্রিমকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১৩ জানুয়ারি বুধবার সকালে প্রধান বিচারপতি লক্ষীপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ওইদিন রাতেই লক্ষীপুর থেকে তিনি নোয়াখালী যাবেন। পরের দিন অর্থাৎ ১৪ জানুয়ারি বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রধান অতিথি হিসেবে যোগদান করে সোনাপুরের একটি হাইস্কুলের বৃত্তি ও কম্পিউটার প্রদান করবেন। ওই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারও অতিথি থাকবেন বলে জানা গেছে।

এ বিষয়ে প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান জানান, প্রধান বিচারপতি লক্ষীপুর ও নোয়াখালী সফরে যাচ্ছেন ১৩ জানুয়ারি। ওই দুই জেলার আদালতগুলো পরিদর্শনের পাশাপাশি তিনি একটি হাইস্কুলের অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।