পেট্রলবোমায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা


প্রকাশিত: ০২:২৫ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

পেট্রলবোমায় নিহত যশোরের ব্যবসায়ী নুরুজ্জামান পপলু ও মেয়ে মাইশা নাহিয়ানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির আওতায় ব্যাংকটি মাথাপিছু ৫৫ হাজার টাকা করে এক লাখ ১০ হাজার টাকা তাদের আর্থিক সহায়তা দেয়।

মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংক কালেক্টরেট শাখায় এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত পপলুর স্ত্রী মাহফুজা বেগম ও ছেলে আসিফ মো. ইমতিয়াজ জামানের হাতে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সোহেল হাসান। উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি প্রিন্সিপাল অফিসার মোশাররফ হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন, স্বপন কুমার মিত্র ও গফফার খান প্রমুখ।

প্রসঙ্গত, কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে গত বছর ৩ ফেব্রুয়ারি কুমিল্লায় দুর্বৃত্তদের পেট্রলবোমায় দগ্ধ হয়ে নিহত হন যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের ব্যবসায়ী নুরুজ্জামান পপলু ও তার মেয়ে মাইশা নাহিয়ানসহ সাত বাসযাত্রী। সে সময় হরতাল-অবরোধ চলাকালে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার যশোরের এই দুইজনের স্বজনদের এক লাখ ১০ হাজার টাকা দেয়া হলো।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।