বিশ্বের সর্বোচ্চ নিষেধাজ্ঞা পাওয়া দেশ এখন রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৮ মার্চ ২০২২
ছবি: সংগৃহীত

ইউক্রেন আক্রমণের জেরে এখন বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ রাশিয়া। এক্ষেত্রে ইরান, সিরিয়া, উত্তর কোরিয়াকেও ছাড়িয়ে গেছে তারা।

বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী ডেটাবেস ক্যাসেলামের তথ্যমতে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেন আক্রমণের মাত্র দুই সপ্তাহের মধ্যে ২ হাজার ২৭৮টি নতুন নিষেধাজ্ঞার শিকার হয়েছে মস্কো। বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে মোট নিষেধাজ্ঞার সংখ্যা ৫ হাজার ৫৩২টি।

এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইরানের নিষেধাজ্ঞার সংখ্যা ৩ হাজার ৬১৬টি। এরপর সিরিয়া ও উত্তর কোরিয়া যথাক্রমে ২ হাজার ৬০৮টি ও ২ হাজার ৭৭টি নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। এছাড়া ভেনেজুয়েলা ৬৫১টি, মিয়ানমার ৫১০টি ও কিউবা পেয়েছে ২০৮টি নিষেধাজ্ঞা।

jagonews24

রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছে সুইজারল্যান্ড। মস্কোর বিরুদ্ধে ৫৬৮টি নিষেধাজ্ঞা দিয়েছে তারা। নিষেধাজ্ঞা আরোপের তালিকায় এরপর রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ৫১৮টি, ফ্রান্স ৫১২টি, কানাডা ৪৫৪টি এবং অস্ট্রেলিয়া ৪১৩টি। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে ২৪৩টি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞার শিকার হয়েছেন ২ হাজার ৪২৭ ব্যক্তি, ৩৪৩টি সংস্থা, ছয়টি জাহাজ ও দুটি উড়োজাহাজ।

এমপি/কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।