ই-কমার্স থেকে গ্রামের নাম
গ্রামের নাম স্ন্যাপডিল.কম নগর। ই-কমার্স সাইট স্ন্যাপডিলের নামে এই গ্রামের নামকরণ করেছেন ওই গ্রামেরই মানুষজন। খবর জিনিউজের
জিনিউজ জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশের মুজাফরপুরের একটি ছোট গ্রাম। জন্ম থেকেই এই গ্রামের নাম ছিল শিব নগর। কিন্তু ২০১১ সালের পর গ্রামের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়। ২০১১ সালে স্ন্যাপডিলের কর্মকর্তা কুনাল ব্যাল শিব নগরে আসেন।
গ্রামের মানুষজন এবং তাদের পরিস্থিতির কথা মাথায় রেখে কিছু টাকা দান করার কথা ভাবেন। তখন তিনি দেখেন গ্রামের মহিলাদের অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হচ্ছে। তাই গ্রামে জলের সুবিধার জন্য ১৫টি হাতপাম্প দান করেন তিনি। এই ঘটনার পরেই গ্রামের বয়োজ্যেষ্ঠরা গ্রামের নাম পরিবর্তন করে স্ন্যাপডিল.কম রাখেন।
এএ