প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত টাঙ্গাইলের ফাতেমা


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ১২ জানুয়ারি ২০১৬

‘অনকোলজি’ বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রাপ্ত শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা। ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ তার পথ চলায় পাথেয় হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

ফাতেমা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লাইফ সায়েন্স অনুষদের কৃতি শিক্ষার্থী হিসেবে এ পুরস্কার লাভ করেন। তিনি ২০১১ সালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (সম্মান) পরীক্ষায় লাইফ সায়েন্স অনুষদে সর্বোচ্চ নম্বর (সিজিপিএ) প্রাপ্ত হয়ে এই সম্মাননা লাভ করেন।

সম্প্রতি (গত বুধবার) প্রধানমন্ত্রী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে স্বর্ণপদক তুলে দেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন অনুষদে শীর্ষস্থান লাভকারী কৃতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য এ পদকের আয়োজন করে। এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ফাতেমা তুজ জোহরা বর্তমানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

ফাতেমা তুজ জোহরা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের দোয়া কামনা করেন। এসময় তিনি আরও বলেন, আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ, বাবা-মা, ভাই ও স্বামী মো. জাহাঙ্গীর আলম খানের সহযোগিতার জন্য এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে ‘অনকোলজি’ বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী এই কৃতি শিক্ষার্থী।

তিনি বলেন, কঠোর পরিশ্রম, মেধা-মনন, সকলের সহযোগিতা আর সঠিক দিক নির্দেশনা এই সম্মান পেতে সাহায্য করেছে। আমি তাই সকলের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতেও তিনি এমন সাফল্য অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।