ইউক্রেনে বিশ্বের সবচেয়ে বড় প্লেন ধ্বংস করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

গত কয়েকদিন ধরেই ইউক্রেনে সংঘাত চলছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই উত্তেজনা বাড়ছে। এই সংঘাতে দুপক্ষেরই ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে।

এদিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তোনভ এন-২২৫ নামে তাদের একটি প্লেন ধ্বংস করেছে রাশিয়া। এটি বিশ্বের সবচেয়ে বড় প্লেন।

ম্রিয়া বা স্বপ্ন নামের এই বৃহদাকার প্লেনটি ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি এয়ারফিল্ডে রাখা হয়েছিল। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, এটি রুশ সেনাদের হামলায় ধ্বংস হয়েছে।

তবে ইউক্রেন বলছে, তারা আবারও এই প্লেন নির্মাণ করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইট বার্তায় বলেন, রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় প্লেন ম্রিয়া ধ্বংস করতে পারে। তবে একটি শক্তিশালী, স্বাধীন এবং গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র গঠনে আমাদের যে স্বপ্ন তা তারা ধ্বংস করতে পারবে না।

আন্তোনভ এন-২২৫ প্লেনটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ইউক্রেনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানি উকরোবরনপ্রোম। রোববার এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্লেনটি ধ্বংস হলেও পরবর্তীতে তারা রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ নিয়েই এটি পুনর্নিমাণ করবে। এতে তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে এবং এটি পুনর্নিমাণে কয়েক বছর সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে সোমবারও দেশটিতে সংঘাত চলমান রয়েছে। তবে কয়েকদিন ধরে চলা কারফিউ তুলে নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির প্রায় সব জেলাতেই এখনও রুশ সৈন্যদের সঙ্গে লড়াই চলছে। কারফিউ তুলে নেওয়ায় মুদি দোকানগুলো খোলা হয়েছে। ফলে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে। গত দুই দিন ধরে বেশিরভাগ মানুষই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন। এখন কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তারা।

তবে দুপক্ষের সংঘর্ষের কারণে প্রতিনিয়তই সতর্ক থাকতে হচ্ছে। লোকজন সারাক্ষণই টেলিভিশনের পর্দা এবং মোবাইলের মাধ্যমে দেশের পরিস্থিতি নজরে রাখছেন।

টিটিএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।