জেলেনস্কির ‘বীরত্ব-সাহসিকতা’র প্রশংসায় বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
বরিস জনসন ও ভলোদিমিরি জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এসময় অবিশ্বাস্য সাহসিকতা ও বীরত্বের জন্য প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশংসা করেন তিনি। এছাড়া ইউক্রেনের নিপীড়িত নাগরিকদের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

তিনি বলেন, ‘বরিস জনসন ও জেলেনস্কি একমত হয়েছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে হিসাব কষে ইউক্রেনে হামলা শুরু করেছিলেন, তার চেয়ে অনেক বড় প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে।’

দুই নেতা মনে করেন, রাশিয়াকে কূটনৈতিক এবং আর্থিকভাবে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান বরিস জনসন ও ভালোদিমিরি জেলেনস্কি।

এএএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।