ইউক্রেনে সমরাস্ত্র পাঠাচ্ছে জার্মানি-নেদারল্যান্ডস
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৬ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ান বাহিনীর আক্রমণ ঠেকাতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ট্যাংকবিধ্বংসী অস্ত্র পাঠাচ্ছে জার্মানি। ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ৫০০ ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ট্যাংকবিধ্বংসী অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। খবর আল-জাজিরার।
স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক টুইট বার্তায় এ ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর।
চ্যান্সেলর ওলাফ শলৎস লেখেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আমরা। জার্মান সরকার কিয়েভে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। আমরা কিয়েভে এক হাজার ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছি।’
The Russian invasion marks a turning point. It is our duty to support Ukraine to the best of our ability in defending against Putin's invading army. That is why we are delivering 1000 anti-tank weapons and 500 #Stinger missiles to our friends in #Ukraine.
— Bundeskanzler Olaf Scholz (@Bundeskanzler) February 26, 2022
এদিকে, ইউক্রেনে সামরিক সহায়তা হিসেবে ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও রকেট পাঠাচ্ছে নেদারল্যান্ডস। দেশটির প্রতিরক্ষমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার ইউক্রেনকে ৫০টি প্যানজারফাস্ট-৩ ট্যাংকবিধ্বংসী অস্ত্র এবং ৪০০ রকেট পাঠাবে।
জার্মানি ও নেদারল্যান্ডসের অস্ত্র পাঠানোর ঘোষণার প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কো।
এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে জার্মানি ইউক্রেনকে ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। যুদ্ধবিরোধী জোট কাজ শুরু করেছে।’