ইউক্রেনকে সমর্থন জানালেন উইলিয়াম-কেট
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনের পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে গত তিনদিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, কিয়েভ সরকারের পতন না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে রাশিয়া। এমন সংকটময় সময়ে ইউক্রেনের পাশে দাঁড়ালেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দ্য ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির পক্ষে তাদের সমর্থন জানিয়ে টুইট করেছেন। ব্রিটিশ রাজপরিবারের এ দম্পতি জানান, আমরা জেলেনস্কি ও ইউক্রেনের মানুষের পাশে আছি।
জানা গেছে, ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেছে যুক্তরাজ্যসহ ২৫ দেশ। ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি জানিয়েছেন, ইউক্রেনে আরও মানবিক ও সামরিক সহায়তা পাঠানো হবে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস হিপি বলেন, ইউক্রেনের হাতে সামরিক সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার সাড়ে তিন হাজারের বেশি সেনা নিহত হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, ইউক্রেনের সেনাদের সঙ্গে যুদ্ধে রাশিয়ার সাড়ে তিন হাজারের বেশি সেনা নিহত হয়েছে। এছাড়া আরও প্রায় ২০০ সেনাকে বন্দি করা হয়েছে।
ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, ১৪টি বিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক হারিয়েছে রাশিয়া। যদিও ইউক্রেনের এই দাবি যাচাই করা সম্ভব হয়নি। এদিকে রাশিয়ার পক্ষ থেকেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি স্বীকার করা হয়নি।
এমএসএম/জেআইএম