পদত্যাগ করেছেন উইলিয়াম হেগ


প্রকাশিত: ০৪:২০ এএম, ১৫ জুলাই ২০১৪

যুক্তরাজ্যের মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পদত্যাগ করেছেন। তিনি ব্রিটিশ কেবিনেটে হাউস অব কমন্সের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ডাইনিং স্ট্রিট জানিয়েছে।

এ ছাড়া ২০১৫ সালের সাধারণ নির্বাচনের পর রাজনীতি থেকে অবসর নেওয়ারও ঘোষণা দিয়েছেন ২৬ বছর নর্থ ইয়র্কশ্যায়ার রিচমন্ডের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা হেগ।

প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড হেগের স্থলাভিষিক্ত হবেন বলে দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীরা বিবিসিকে জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।