টি-টোয়েন্টি র্যাংঙ্কিংয়ের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ
একটা সময় ওয়েস্ট ইন্ডিজকে সবচেয়ে পরাশক্তিধর হিসেবে জানত ক্রিকেটবিশ্ব। কিন্তু ক্লাইভ লয়েড, স্যার ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, মাইকেল হোল্ডিং, ব্রায়ান লারাদের উত্তসূরিদের বর্তমান অবস্থা একেবারেই নাজুক। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সর্বশেষ সিরিজ জয়ের পর কেটে গেছে প্রায় দেড় বছর। তবে টেস্ট-ওয়ানডেতে দুর্দশা চললেও টি-টোয়েন্টি ক্রিকেটে কিন্তু মাথা উঁচু করেই খেলছে ওয়েস্ট ইন্ডিজ। আর কতটা উঁচু সেটা বোঝা গেল আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংঙ্কিংয়ে। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র্যাংঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ আটটি ম্যাচে অংশ নিয়ে চারটিতে জয় পায়। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩০ রান তাড়া করে পাওয়া অবিস্মরণীয় জয়টিও রয়েছে। এই সময়ের মধ্যে শ্রীলঙ্কার অবনতির কারণেই শীর্ষে উঠে এলো। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে থেকে র্যাংঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে থেকে টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে দুটি ম্যাচেই হেরে শীর্ষস্থান হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশ যথারীতি দশম স্থানেই রয়েছে।
ইংল্যান্ড র্যাংঙ্কিংয়ের চারে ও দক্ষিণ আফ্রিকা রয়েছে পাঁচে। ছয়, সাত ও আট নম্বরে রয়েছে যথাক্রমে পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারত। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। জিম্বাবুয়ের অবস্থান ১৪ নম্বরে।
এমআর/এমএস