ইউক্রেনে ৭৫০০ রাশিয়ান সেনা


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২২ নভেম্বর ২০১৪

ইউক্রেন দেশটির পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্ক রাজ্যে অন্তত সাড়ে সাত হাজার রাশিয়ান সেনা রয়েছে। রাশিয়াপন্থী বিদ্রোহীদের সহায়তা করতেই এ সব সেনা মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন পল্টোরাক শনিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ কথা বলেছেন। তিনি বলেন, রাশিয়ান সেনাবাহিনীর অন্তত সাড়ে সাত হাজার প্রতিনিধির উপস্থিতির কারণে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি অস্থিতিশীল অবস্থায় রয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী অভিযোগ করেছে, যুদ্ধবিরতি চুক্তিতে সই করার পরও রাশিয়া শুক্রবার প্রথমবারের মতো দেশটির সীমানায় গোলা নিক্ষেপ করেছে। অন্যদিকে, শুক্রবারও ইউক্রেন সেনা ও রাশিয়াপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন সেনা ও এক বেসামরিক লোক নিহত হয়েছেন।

সেপ্টেম্বরে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও এ পর্যন্ত এক হাজার লোক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। - আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।