ভাসানী বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু হলের যাত্রা শুরু


প্রকাশিত: ১০:৪৮ পিএম, ১০ জানুয়ারি ২০১৬

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার হলটির সভাকক্ষে শিক্ষার্থীদের অভ্যর্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

সভায় হল প্রভোস্ট ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মোহাম্মদ মতিউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর মেহেদী হাসান তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম শিক্ষার্থী হিসেবে বক্তব্য রাখেন খাদ্যপ্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের মার্স্টার্সএর শিক্ষার্থী মো, আব্দুল আলিম।

"
এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহাদত হোসেন, কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থগারিক ড. মো. আনিসুর রহমান আনিছ, প্রধান প্রকৌশলী মো. আবু তালেব, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইমাম হোসেনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলটি উদ্বোধন করার কথা ছিল।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।