ফিল্ম ক্লাবের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন নূতন


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১০ জানুয়ারি ২০১৬

ভোটারদের মুখরতায় শেষ হয়ে গেল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-২০১৬ এর নির্বাচন। এবারে মো. শরীফ উদ্দিন খান দিপু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে সর্বোচ্চ ২৫৮ ভোট পেয়ে আলোচনায় এসেছেন নায়িকা ফারহানা আমিন নূতন।

গেল শনিবার, ৯ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে মো. শরীফ উদ্দিন খান দিপু ২০৩ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট কামাল মো. কিবরিয়া লিপু পেয়েছেন ১৭৬ ভোট।

এবার নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। মো. শরীফ উদ্দিন খান দিপুর প্যানেল থেকে ৬ জন ও কামাল মো. কিবরিয়া লিপুর প্যানেল থেকে ৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন- ফারহানা আমিন নূতন (২৫৮), মেহেদী হসান সিদ্দিকী মনির (২৪০), মোজাহারুল ইসলাম ওবায়েদ (২২৯), রত্না কবির (২২৮), আবদুল্লাহ জেয়াদ (২২৩), আতিকুর রহমান লিটন (২১২), এম এ কামাল (২১০), এস সি কে অপূর্ব (১৯৯), জাহিদ হোসেন (১৯৭) ও কামাল হাসান (১৯৫)।

ফিল্ম ক্লাবের এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৪৬৩ জন। ভোট প্রদান করেছেন ৩৮৬ জন। তারকাদের মধ্যে অনেকেই ভোট দিয়েছেন। তাদের মধ্যে- ইলিয়াস কাঞ্চন, উজ্জল, শাকিব খান, শাবনূর, শিল্পী, সোহানা, নাসরিন জসিম, অমিত হাসান, মিশা সাওদাগর, শহীদুল আলম সাচ্চু, শিবা সানু, কমল, আরমান, আতিকুর রহমান চুন্নু, আসিফ ইকবাল, মনির খান, গাজী মাজহারুল আনোয়ার, ফরিদুর রেজা সাগর প্রমুখ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।