মাদাগাস্কারে প্লেগে আক্রান্ত হয়ে নিহত ৪০


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২২ নভেম্বর ২০১৪

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে প্লেগে আক্রান্ত হয়ে অন্তত ৪০ জন মারা গেছেন। এ ছাড়া আরও অন্তত ৮০ জন ওই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার এ তথ্য জানিয়েছে। রোগটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ডব্লিউএইচও বলেছে, আফ্রিকার এ দেশটিতে পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছে। সংস্থাটি আরও বলেছে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে এ্যান্টিবায়োটিক দিয়েই রোগটি নির্মূল সম্ভব।

আগস্ট মাসে দেশটির সিরোনোমানদিদি জেলার সোয়ামাহাটামানা গ্রামে রোগটি প্রথম ধরা পড়ে। দেশটির রাজধানী এ্যান্টানারিভোতে দুজনকে শনাক্ত করা হয়েছে।

ডব্লিউএইচও বলেছে, শহরের ঘনবসতি ও স্বাস্থ্য রক্ষাব্যবস্থা ভাল না হওয়ায় রোগটি এখন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। - বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।