বরিশালে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি


প্রকাশিত: ১১:৫১ এএম, ১০ জানুয়ারি ২০১৬

অস্টম জাতীয় পে-স্কেলে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের অবমূল্যায়নের প্রতিবাদে বরিশালে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে গেইট গেদারিং এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকালে বরিশাল শাখা ব্যাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে সংগঠনের বরিশাল শাখার সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ অন্যরা।

বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকে প্রায় ৪ হাজার প্রথম শ্রেণির কর্মকর্তা রয়েছেন। সেই হিসেবে বাংলাদেশ ব্যাংকে ৪০ জন কর্মকর্তা প্রথম গ্রেড পাবার দাবিদার। অথচ অস্টম জাতীয় পে-স্কেলে তাদের অবমূল্যায়ন করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই যৌক্তিক দাবি মেনে নেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুশিয়ারি দেন তারা। বক্তারা ব্যাংকিং সেক্টরে ধস ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

সাইফ আমীন/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।