সান্তাহারে ত্রিমুখী সংঘর্ষ : পৌর মেয়রসহ ৭৩ জনের নামে মামলা


প্রকাশিত: ১০:২৮ এএম, ১০ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

সান্তাহারে আওয়ামী লীগ-শ্রমিকলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে দুই শ্রমিকলীগ কর্মীর মৃত্যুর ঘটনার ৪৮ ঘন্টা পর অবশেষে থানায় মামলা হয়েছে। নিহত শ্রমিকলীগ কর্মী শফিকুল ইসলামের ভাই ও শ্রমিকলীগ নেতা নুর ইসলাম বাদী হয়ে রোববার দুপুরে আদমদীঘি থানায় মামলাটি দায়ের করেন।
 
মামলায় সান্তাহার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টো, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সান্তাহার ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, সান্তাহার পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমনসহ ২৩ জনের নাম উল্লেখসহ আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আদমদীঘি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, শুক্রবার সংর্ঘষের পর আটক তিনজনকে রোববার দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সান্তাহারে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরাজিত হওয়ার জের এবং ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে শুক্রবার দিনভর সান্তাহারে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সফিকুল ইসলাম নামের এক শ্রমিকলীগ কর্মী মারা যায়। সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকলীগ অপরকর্মী সোহাগ শনিবার সকালে মারা যায়।
এরপর নানা কারণে মামলা করতে বিলম্ব করে নিহতের পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত ৪৮ ঘন্টা পর হত্যা মামলা দায়ের করা হয়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি) গাজিউর রহমান জানান, মামলা হয়েছে। এখন আসামিদের গ্রেফতার করা হবে। আর মহাসড়ক থেকে যাতে অবৈধভাবে কোনো চাঁদা আদায় করা না হয় সে ব্যাপারেও পুলিশ নজর রাখবে।

লিমন বাসার/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।