হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

সিডনির সমুদ্র সৈকতে হাঙরের আক্রমণে মারা গেলেন একজন সাঁতারু। জানা গেছে, তিনি যুক্তরাজ্যের নাগরিক। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনাটি ঘটেছে দেশটির মালাবারের বুকান পয়েন্টে, যেখানে ছোট সৈকতটি অবস্থিত।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানায়, একজন সাতারু হাঙরের আক্রমণের শিকার হয়েছেন এমন খবর পেয়ে জরুরি সেবায় নিয়োজিত সদস্যরা সেখানে ছুটে যান।

এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা পানিতে ওই সাঁতারুর দেহের কিছু অংশের সন্ধান পায়। তাছাড়া চারটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী হেলিকপ্টারও ওই এলাকায় পাঠানো হয়।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের পরিদর্শক লাকি ফ্রাচান বলেন, দুর্ভাগ্যবশত সে ভয়াবহ আক্রমণের শিকার হন যার কারণে চিকিৎসকরা পৌঁছানোর পর কোনো ব্যবস্থা করাই সম্ভব হয়নি।

র‌্যান্ডউইক সিটি কাউন্সিল জানায়, এ ঘটনার পর ওই সৈকতটিসহ আশপাশের এলাকা ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি হাঙরের ভয়াবহ আক্রমণ ছিল বলেও জানানো হয়।

র‌্যান্ডউইকের মেয়র ডিলান পার্কার এক বিবৃতিতে বলেন, উপকূলটি আমাদের এখান থেকে পেছনের দিকে। সৈকতটি সাধারণত একটি শান্ত, সুন্দর জায়গা যা পরিবারগুলোর কাছে খুবই উপভোগ্য। তিনি আরও বলেন, হাঙরের এ ধরনের আক্রমণ খুবই হতাশার। আমরা সবাই হতবাক। এখানকার পরিবারগুলোও ভেঙে পড়েছে।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।