সব শহর হোক কলকাতার মতো চকচকে: মমতা
কলকাতার মতো রাজ্যের অন্য সব শহরগুলো ঝকঝক-চকচক দেখতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজ্যের চার পৌর করপোরেশন নির্বাচনে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতদের কাছ থেকে এমনটাই আসা করেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পৌর করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। দুপুরে ফলাফল ঘোষণার পরপরেই শিলিগুড়িতে চলে যান মমতা ব্যানার্জি।
সেখানে নৌকাঘাটে পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা জানানোর পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতা যেমন ঝকঝক-চকচক করছে তেমন শিলিগুড়িকেও আরও চকচকে দেখতে চাই। শুধু শিলিগুড়ি নয়, বিধাননগর, আসানসোল ও চন্দননগরের জন্যেও একই কথা বলছি। কীভাবে করবেন, কী করে করবেন তার জন্য পরিকল্পনা করুন।’
এ পরিস্থিতিতে চার জয়ী পৌরসভাকে ‘কলকাতা মডেল’ করতে চান মমতা। কলকাতার মতো বাকি পৌরসভাগুলোর উন্নয়নের কাজ এগিয়ে নিতে চান তিনি। মমতা বলেন, ‘শুধু টাকা পেলেই হবে না। সেই টাকা সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজে লাগাতে হবে। মনটাকে সবুজ করতে হবে। সবুজ মানে সরলতা, সৌন্দর্য।’
এ দিন ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিলিগুড়িতে তৃণমূলের প্রথম মেয়র হিসেবে সাবেক মন্ত্রী গৌতম দেবের নাম ঘোষণা করেন মমতা। বাকি পৌরসভাগুলোর ক্ষেত্রে অবশ্য এ দিন কোনো নামের ঘোষণা হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাতে সময় আছে। উত্তরবঙ্গ থেকে ফিরে আলোচনা করে তিনি তা ঠিক করবেন।
মমতা বলেন, ‘এমন কিছু আমরা করবো না, যাতে মানুষের ওপর বোঝা বাড়ে।’ অন্যদিকে, করের হার বাড়িয়ে বা নতুন করে কর বসিয়ে তিনি পৌর-তহবিলে টাকার সংস্থান করতে চান না— মমতার এ দিনের বক্তব্যে তা আরও স্পষ্ট বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
জয়ের পরেই মমতা বলে দিয়েছেন, ‘ভোটে জেতা বা পদ পাওয়া সবই ভালো কাজ করার জন্য। এটা মাথায় রাখতে হবে।’ শুধু সবুজ আবির খেললে হবে না। মনের সবুজটা আসল। মানসিকতায় সবুজ থাকলে তবে উন্নয়নের সদিচ্ছা তৈরি হয়। মানুষ আমাদের সুযোগ দিয়েছেন বলে কৃতজ্ঞ। এখন কাজ করে তার প্রতিদান দিতে হবে।
একেআর/এমএএইচ/জেআইএম