নতুন ভারত শরিয়া আইনে নয়, সংবিধানে চলবে: যোগী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
ছবি: সংগৃহীত

নতুন ভারত শরিয়া আইনে নয়, ভারতীয় সংবিধান অনুসারে চলবে বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি বার্তা সংস্থা এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে এ বিজেপি নেতা বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে পারি, এটি নতুন ভারত। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত। নতুন ভারত শরিয়া আইনে নয়, ভারতীয় সংবিধান অনুসারে চলবে। গাজওয়া-ই-হিন্দ (গাজওয়াতুল হিন্দ)-এর স্বপ্ন কেয়ামত পর্যন্তও পূরণ হবে না।’

যোগী আদিত্যনাথ তার মন্তব্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘তালেবানি চিন্তাধারার যেসব ধর্মীয় উগ্রবাদী গজওয়া-ই-হিন্দের স্বপ্ন দেখে, তারা শুনুন, ভারত সংবিধানে চলবে, শরিয়া আইনে নয়।’

jagonews24

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এদিন কর্ণাটকে হিজাব বিতর্ক নিয়েও মুখ খুলেছেন। তার কথায়, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভারতীয় সংবিধান অনুযায়ী সব চালানো উচিত। আমরা আমাদের ব্যক্তিগত বিশ্বাস, আমাদের মৌলিক অধিকার, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ দেশ বা প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দিতে পারি না।’

তিনি বলেন, আমি কি উত্তর প্রদেশের লোকজন ও শ্রমিকদের গেরুয়া কাপড় পরতে বলছি? তারা কী পরবে সেটা তাদের ইচ্ছা। কিন্তু স্কুলে ড্রেস কোড থাকা উচিত। এটি স্কুলের শৃঙ্খলার বিষয়।

উত্তর প্রদেশের নির্বাচন নিয়ে আদিত্যনাথের ‘৮০ বনাম ২০’ মন্তব্য বেশ বিতর্কের সৃষ্টি করেছে। বিজেপি নেতা এর মাধ্যমে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সঙ্গে সংখ্যালঘু মুসলিমদের লড়াইয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন অনেকে। তবে আদিত্যনাথের দাবি, তিনি ৮০ ভাগ বলতে যারা উন্নয়নের পক্ষে এবং ২০ ভাগ বলতে যারা উন্নয়নের বিরোধী তাদের বোঝাতে চেয়েছিলেন।

উত্তর প্রদেশে সাত ধাপের নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ১০ মার্চ এর ফলাফল ঘোষণা করা হবে।

সূত্র: এনডিটিভি

কেএএ/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।