পদত্যাগের হুমকি আফ্রিদির


প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬

স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞাদেশ কাটানো মোহাম্মদ আসিফ এবং সাবেক অধিনায়ক সালমান বাট পুনরায় জাতীয় দলে ফিরলে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন পাকিস্তান টি-২০ অধিনায়ক শহিদ আফ্রিদি। ‘কলংকিত’ এ দুই খেলোয়াড় অব্যাহতভাবে পাকিস্তান দলের সমালোচনা করায় এমন হুমকি দিয়েছেন তিনি।

আফ্রিদি বলেন, আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত প্রাথমিক দলে তারা জায়গা পেয়েছেন এবং নিজেদের ভাল পারফরমেন্সের বিষয়েও দু’জনেই আশাবাদী ছিলেন। তবে কোনো খেলোয়াড় ক্লাব পর্যায়ে ভুল করলে তারপর বিশ্ব পর্যায়ে তারা আর ভাল করতে পারে না।

আসন্ন সফরে জিততে হলে তাদের ব্যাটিং ব্যর্থতা এড়াতে হবে বলেও উল্লেখ করেন তিনি। ব্যাটিং ব্যর্থতা এড়ানোর পাশাপাশি নিজ দলকে ভাল পার্টনারশিপ গড়ার ওপর জোর দেন তিনি।

দলের বোলিং বিভাগ সম্পর্কে আফ্রিদি বলেন, গত কয়েক ম্যাচের মত বোলারদের সেরাটা উজাড় করে দিতে হবে এবং সমস্যা সমাধানের লক্ষ্যে তারা কাজ করছেন।

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছার যোগ্যতা দলের রয়েছে বলেও মনে করছেন পাকিস্তান টি-২০ অধিনায়ক।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।