রাঙামাটিতে জাতীয় কৃতি ফুটবলাদের সংবর্ধনা


প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬

জেলার কাউখালীর মঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় ক্ষুদে কৃতি ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। বিদ্যালয়টি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৩’এ জাতীয় পর্যায়ে রানারআপ অর্জন করে।

শনিবার সকালে পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও শিক্ষা কমিটির আহ্বায়ক অংসুই প্রু চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, কাউখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চাকমা ও ফুটবল কোচ সোলাই মং মারমা।

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ফুটবলে জাতীয় পর্যায়ে এ জেলার মঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অবদান ও কৃতিত্ব রেখেছে তা জেলাবাসীর জন্য গৌরবের। তিনি জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে খেলাধুলার জন্য জেলা পরিষদ বিশেষ আর্থিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে জাতীয় ক্ষুদে কৃতি ফুটবলাদের হাতে ক্রেস্টসহ প্রত্যেকের হাতে নগদ এক হাজার টাকা করে তুলে দেন প্রধান অতিথি।

সুশীল প্রসাদ চাকমা/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।