মার্কিন শ্রমবাজার কর্মীদের প্রতিযোগিতা বাড়বে


প্রকাশিত: ০৩:৫০ এএম, ২২ নভেম্বর ২০১৪

প্রায় অর্ধকোটি অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে তিন বছর মেয়াদি ওয়ার্ক পারমিটের জন্য আবেদনের সুযোগ দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। বিরোধী রিপাবলিকানদের মতো অনেক অর্থনীতিবিদও বলছেন, এ অভিবাসীরা আগামী বছরগুলোয় আরো বেশি বেতনের কাজ চাইবে, বিভিন্ন খাতে একই পদের জন্য কর্মীদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে, যার প্রভাব পড়বে সেখানকার কোম্পানিগুলোর প্রতিযোগিতা সক্ষমতায়। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও বিবিসি।

বিরোধীদের প্রবল আপত্তির মুখেই নিজের ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় আশির দশকের পর সবচেয়ে বড় অভিবাসন সংস্কারের এক নির্বাহী আদেশ দেন ওবামা। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, যেসব অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে কমপক্ষে পাঁচ বছর ধরে বসবাস করছেন, তাদের সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা হিসেবে আইনত স্বীকৃত এবং যাদের কোনো অপরাধের রেকর্ড নেই তারা পরবর্তী তিন বছরের জন্য যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি চাইতে পারবেন। তবে অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী আছেন। ওবামার এ ঘোষণায় মার্কিন শ্রমবাজারে প্রায় ৪৮ লাখ বৈধ কর্মী যুক্ত হতে যাচ্ছে, যারা এত দিন আইনের চোখ ফাঁকি দিয়ে কাজ করে আসছিলেন। পুনরুদ্ধার পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে যাওয়া মার্কিন অর্থনীতিতে এর প্রভাব কী হবে তা নিয়ে রাজনৈতিক শিবিরের মতোই দুই ভাগ হয়ে গেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে একপক্ষ বলছে, চাহিদা বাড়ানো এবং তা ধরে রাখাই এখন যুক্তরাষ্ট্রের মূল চ্যালেঞ্জ। ব্যাপক সংখ্যক এসব মানুষের বর্ধিত আয় ও তাদের পরিবারগুলোর ভোগব্যয় যুক্তরাষ্ট্রের জন্য সহায়ক হবে। এছাড়া গত পাঁচ বছর যারা মার্কিন অর্থনীতিতে অবদান রেখে এসেছেন, আগামী দিনগুলোয় তারা কোনো অংশেই তার চেয়ে কম অবদান রাখবেন না।

অন্যপক্ষ বলছে, ওয়ার্ক পারমিট পেয়ে প্রায় অর্ধকোটি অভিবাসী হঠাত্ই যুক্তরাষ্ট্রের নিয়োগদাতাদের ওপর একটি বাড়তি চাপ হয়ে দেখা দেবে। আগের চেয়ে বেশি মজুরি চাইবেন তারা, আরো ভালো কাজের সন্ধান করবেন। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ও মাঝারি অনেক ব্যবসাপ্রতিষ্ঠান, যারা অবৈধ অভিবাসীদের তুলনামূলক কম বেতন দিয়ে কাজ করাতে পারছিল।

এর আগে ১৯৮৬ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ইমিগ্রেশন রিফর্ম অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট পাস হওয়ার পর প্রায় ১৭ লাখ অবৈধ অভিবাসী স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমোদন পান। আরো প্রায় ১০ লাখ বিদেশী কৃষি শ্রমিকের আইনি মর্যাদা বাড়ে। বর্তমানে তাদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।