এইচএসবিসি ব্যাংকের বিরুদ্ধে তদন্ত


প্রকাশিত: ০৩:৩৯ এএম, ২২ নভেম্বর ২০১৪

আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসির অনিয়ম নিয়ে তদন্ত করবে ফ্রান্স। সুইজাল্যান্ডভিত্তিক ব্যাংকটির প্রাইভেট ব্যাংকিং নিয়ে দেশটি আনুষ্ঠানিক ভাবে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

বেলজিয়ামে কর জালিয়াতির ঘটনার পর এবার ফ্রান্সে তদন্তের মুখে পড়তে হলো ব্যাংকটিকে। বিবিসি বলছে, ফান্সের একজন হাকিম যাচাই বাছাই করে দেখবে, এইচএসবিসি তার কিছু গ্রাহককে কর ফাঁকিতে সহায়তা করেছে কিনা।

ব্যাংকটি বলছে, তাদের বড় অংকের অর্থ জামানত হিসেবে রাখতে বলা হয়েছে। তারা কর্তৃপক্ষকে যেকোন ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।