পুলিশ সদস্যের ওপর আইএসের হামলা


প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পুলিশ সদস্যের ওপর হামলাকারীর সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগ রয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই ব্যক্তি ইসলামের নামে এ হামলা চালিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এডওয়ার্ড আর্চার নামের ওই হামলাকারী ফিলাডেলফিয়ায় টহলরত অবস্থায় পুলিশ কর্মকর্তা জেসি হার্নেটকে লক্ষ্য করে কমপক্ষে ১১ রাউন্ড গুলি ছোড়েন। আর্চার চুরি করা এক বন্দুক হামলায় ব্যবহার করেন। আহত অবস্থায় পুলিশ কর্মকর্তা জেসি পাল্টা গুলি চালান। কয়েক মিনিটের মধ্যেই আর্চারকে আটক করে পুলিশ।

পুলিশ কমিশনার রিচার্ড রস বলেন, ইসলামের নামে কাপুরুষোচিত হামলা চালিয়েছে এডওয়ার্ড। কারণ সে বিশ্বাস করে পুলিশের যে আইন রয়েছে তা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।

পেনসিলভানিয়া প্রদেশের ইয়াডেনের ৩০ বছর বয়সী ওই হামলাকারী ইসলামিক স্টেটের কর্মকাণ্ডে অনুপ্রাণিত। তবে তিনি ইসলামিক স্টেটের হয়ে কাজ করছিলেন কিনা সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।