মেক্সিকোর জেল পালানো মাদক সম্রাট গুজম্যান ফের আটক


প্রকাশিত: ০৪:০৬ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

জেল থেকে পালানোর ছয় মাস পর মেক্সিকোর মাদক সম্রাট জ্যাকুলিন এল চ্যাপো গুজম্যানকে ফের আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার এক টুইট বার্তায় দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো বলেন, অভিযান শেষ হয়েছে, আমরা তাকে আটক করেছি। খবর বিবিসি ও অালজাজিরার।

বিশ্বের কুখ্যাত মাদক চোরাকারবারি গুজমান ছয় মাস আগে মেক্সিকোর সুরক্ষিত কারাগার থেকে পালিয়েছিলেন। কারাগার থেকে দেড় কিলোমিটার সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছিলেন তিনি।

প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো শীর্ষ এই মাদক চোরাকারবারির আটকের খবরকে আইনের শাসনের বিজয় বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, অপরাধের বিরুদ্ধে লড়তে মেক্সিকোর যে সামর্থ্য আছে এর মাধ্যমে সেটি প্রমাণ হয়েছে। দেশে এমন কোনো গোষ্ঠী নেই যাদের মোকাবিলা করা অসম্ভব।

মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলের সিনাওলা প্রদেশের লস মোচিস শহরে নৌ-সেনারা অভিযান চালায়। শুক্রবার ভোরে অভিযানের সময় সেখানে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। পরে গুজম্যানকে আটক করে পুলিশ।

মেক্সিকোর কুখ্যাত এই মাদকসম্রাটকে ১৯৯৩ সালে প্রথম গ্রেফতার করা হয়। পরে দেশটির পশ্চিমাঞ্চলের একটি কারাগার থেকে ২০০১ সালে পালিয়ে যান তিনি। এছাড়া গত বছরের জুলাইয়ে ১৫ বছরের মধ্যে দ্বিতীয়বার কারাগার থেকে পলায়ন করেন গুজম্যান।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।