মিসরে পর্যটক হোটেলে আইএসের হামলায় নিহত ১
মিসরের লোহিত সাগরের কাছে হুরঘাদা শহরের একটি হোটেলে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন দুই জঙ্গি হামলা চালিয়েছে। শুক্রবার রাতের এ ঘটনায় তিন বিদেশি পর্যটক আহত হয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন। খবর বিবিসি ও গার্ডিয়ান।
কর্মকর্তারা জানান, হামলাকারীরা শহরটির বেলা ভিস্তা হোটেলে প্রবেশ করে অস্ট্রিয়ার দুই ও সুইডেনের এক নাগরিককে ছুরিকাঘাত করে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হোটেলের পর্যটকদের অপহরণ করাই হামলাকারীদের লক্ষ্য ছিল বলে কর্মকর্তারা ধারণা করছেন।
এছাড়া হামলাকারীদেরকে ওই সময় আইএসের পতাকা উত্তোলন করতে দেখা গেছে। পরে পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত ও অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় আটক করা হয়েছে।
হুরঘাদায় এ হামলা এমন এক সময় ঘটলো যার একদিন আগে কায়রো শহরের গিজা পিরামিডের কাছের একটি হোটেলে হামলার দায় স্বীকার করেছে আইএস। তবে বৃহস্পতিবারের ওই হামলায় কোনো হতাহত হয়নি।
দেশটির উত্তরাঞ্চল সিনাইয়ে ইসলামিক স্টেটের আঞ্চলিক সমর্থক বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে সরকারি সেনারা। ২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।
কিছুদিন আগে সিনাইয়ে ২২৪ আরোহীবাহী রুশ বিমান বিধ্বস্ত হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গুলি চালিয়ে বিমান বিধ্বস্ত করেছে বলে দাবি জানিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করছে মিসর।
এসআইএস/এমএস