ভারতের মন্ত্রিসভায় সার্ক চুক্তি অনুমোদন


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২১ নভেম্বর ২০১৪

ভারতের মন্ত্রিসভা আগামী ২৬-২৭ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে রেলওয়ে, মটরযান ও জ্বালানি সংক্রান্ত সার্ক চুক্তিসমূহ স্বাক্ষর ও অনুস্বাক্ষর করা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকে সার্ক সদস্য রাষ্ট্র হিসেবে ভারত কর্তৃক সার্ক আঞ্চলিক রেলওয়েজ চুক্তি স্বাক্ষর অনুস্বাক্ষর করা অনুমোদন করে।

এই চুক্তি সার্ক অঞ্চলে স্বল্প ব্যয় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব পরিবহন নিশ্চিত করবে এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগ প্রতিষ্ঠা করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া মন্ত্রিসভা সার্ক সম্মেলনের ফাঁকে নেপাল ও ভারত সরকারের মধ্যে সার্ক মটরযান চুক্তি ও দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর ও অনুস্বাক্ষরের বিষয়টিও অনুমোদন করে। মন্ত্রিসভা সার্কের অন্যান্য দেশের সঙ্গেও অনুরূপ দ্বিপক্ষীয় চুক্তি ও প্রটোকল স্বাক্ষরের জন্য সড়ক ও মহাসড়ক পরিবহন মন্ত্রণালয়কে ক্ষমতা অর্পণ করেছে।

মন্ত্রিসভা আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্বালানি সহযোগিতার লক্ষ্যে সার্ক ফ্রেমওয়ার্ক চুক্তি সম্পাদনেরও অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা ভারত ও নেপালের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারকও অনুমোদন করেছে।

এছাড়া শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা শক্তিশালী করতে ৮১ হাজার কোটি রুপির তিনটি বড় বিদ্যুৎ প্রকল্পও অনুমোদন করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।