‘মুম্বাইয়ে ৩ শতাংশ ডিভোর্সের জন্য দায়ী যানজট’
ভারতের মুম্বাই শহরের ৩ শতাংশ ডিভোর্সের জন্য দায়ী যানজট। সম্প্রতি এমন মন্তব্য করেছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতা ফড়নবিশ।
রাস্তাঘাট ও যানজট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) তিনি বাণিজ্যিক শহরটিতে ডিভোর্সের জন্য যানজটকেই দায়ী করেছেন। সামাজিক মাধ্যমে তার এমন মন্তব্য রীতিমত ভাইরাল হয়ে গেছে।
#WATCH: BJP leader Devendra Fadnavis' wife Amruta Fadnavis says, "I'm saying this as common citizen. Once I go out I see several issues incl potholes,traffic. Due to traffic,people are unable to give time to their families & 3% divorces in Mumbai are happening due to it." (04.02) pic.twitter.com/p5Nne5gaV5
— ANI (@ANI) February 5, 2022
তিনি বলেন, যানজটের কারণে লোকজন তাদের পরিবারকে সময় দিতে পারেন না। শহরের ৩ শতাংশ ডিভোর্স হয় এই যানজটের কারণেই।
তিনি আরও বলেন, রাস্তায় যানজটের কারণে তাকেও বহুবার ভোগান্তিতে পড়তে হয়েছে। এসময় তিনি আরও বলেন, তিনি সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্রর স্ত্রী হিসেবে কথা বলছেন না। তিনি কথা বলছেন একজন নারী হিসেবে।
যানজটে নাকাল ভারতের অন্যতম ব্যস্ততম নগরী মুম্বাই। শহরটিতে জনদুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে। ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার কারণে ব্যাহত হচ্ছে সবধরনের কার্যক্রম। নষ্ট হচ্ছে সাধারণ মানুষের কর্মঘণ্টা। স্থানীয়রা বলছেন, বিকল্প কোনো ব্যবস্থা না হলে ভোগান্তি কমবে না মুম্বাইবাসীর।
সূত্র: এনডিটিভি
এসএনআর/এমএস