ইরানে দুই সমকামীর ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২

ইরানে দুই সমকামী পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর আগে সমকামিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় দেয় দেশটির একটি আদালত। এরপর তারা ছয় বছর ধরে কারাগারে ছিলেন। জানা গেছে, ওই দুই ব্যক্তির নাম মেহরদাদ করিমপুর ও ফরিদ মোহাম্মাদী।

ইরানের একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে সিবিএস নিউজ এ তথ্য জানায়। ইরানের আইন অনুযায়ী সমকামিতা নিষিদ্ধ। লেসবিয়ান, গে, উভকামী ও ট্রান্সজেন্ডারদের জন্য কঠোর দেশ হিসেবে বিবেচনা করা হয় ইরানকে।

রাজধানী তেহরান থেকে প্রায় ৩১০ মাইল দূরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মারাগেহের একটি কারাগারে ফাঁসি দেওয়া হয় তাদের।

গত জুলাই মাসে মারাগেহের কারাগারে একই অভিযোগে আরও দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় মানবাধিকার সংগঠনটি। গত বছর ইরানে ২৯৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। তাছাড়া ২০২১ সালে ইরান ৮৫ জনকে মৃত্যুদণ্ড দেয়।

ইরানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্বাধীন তদন্তকারী কর্মকর্তা জাভেদ রেহমান জানান, ইরানে আশঙ্কাজনকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

যৌনতা, ধর্ষণ, ব্যভিচার, সশস্ত্র ডাকাতি ও হত্যার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হয় ইরানে।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।