শুধু ২০ দলীয় জোট নয়, বিএনপিও ভেঙে যাবে : নৌমন্ত্রী


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০৮ জানুয়ারি ২০১৬

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, আদর্শ বিহিনভাবে কোনো ঐক্য হতে পারে না। বিএনপি, জামায়াত, একাত্তরের খুনী, পঁচাত্তরের খুনী আর কিছু মুক্তিযোদ্ধা মিলে কোনো ঐক্য হতে পারে না। যার কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই। সুতরাং বলা যায়, যারা ঐক্যবদ্ধ হয়েছিল তাদের ভাঙন আবশ্যম্ভবী। এমন কী বিএনপিও ভাঙবে, ২০ দলও ভাঙবে।

শুক্রবার সকালে মাদারীপুর শহরের চৌধুরী ক্লিনিকের নব নির্মিত ভবনের বর্ধিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের নৌমন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি যুদ্ধাপরাধী বাঁচাতে ব্যর্থ হয়েছে সে কারণেই তাদের ২০ দলীয় জোট ভাঙবে।

নৌমন্ত্রী এসময় বলেন, স্বাধীনতার পরে সাড়ে ১১ হাজার যুদ্ধাপরাধীর তালিকা করা হয়েছিল। পর্যায়ক্রমে দেশের সকল যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, চৌধুরী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মেয়র চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী প্রমুখ।

পরে মন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এ কে এম নাসিরুল হক/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।