সন্ধান মিললো লন্ডনে নিখোঁজ বিমানের


প্রকাশিত: ০৬:২৬ এএম, ০৮ জানুয়ারি ২০১৬

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া বিমানের খোঁজ মিললো সুইডেন-নরওয়ে সীমান্তে। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিমানের উদ্ধার কাজে এগিয়ে গেছে সুইডেনের ত্রাণ কর্মীরা। এক্সপ্রেস ডটকম ডট ইউকে তাদের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, যাত্রীবাহী বিমানটি থেকে জরুরি সংকেত পাঠানোর পর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফলে লন্ডন থেকে জারি করা হয় `মে ডে` অ্যালার্ট।

এরপর নরওয়ের লেক আক্কাজাইরা ও সুইডেনের লেপল্যান্ড পর্বতমালার কাছ থেকে বিমানটির সংকেত পাওয়া যায়। অবশেষে সন্ধান মেলে বিমানটির। ক্ষয়-ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নরওয়ের এফ-১৬ বিমানটিতে ২ জন যাত্রী ছিল।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।