আজকের এইদিনে : ০৮ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০২:৫৬ এএম, ০৮ জানুয়ারি ২০১৬

১৩২৪ খ্রিস্টাব্দের এই দিনে   ইতালীয় নৌ পরিব্রাজক মার্কোপোলো মৃত্যুবরণ করেন।

১৬৪২ খ্রিস্টাব্দের এই দিনে   পদার্থবিদ, জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ গ্যালিলিও গ্যালিলিই মৃত্যুবরণ করেন।

১৬৫৪ খ্রিস্টাব্দের এই দিনে   ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দেয়।

১৬৭৯ খ্রিস্টাব্দের এই দিনে   ফরাসি নাবিক ও পর্যটক সিয়্যর দ্য লা সাল নায়গ্রা জলপ্রপাতে পৌঁছান।

১৭৮০ খ্রিস্টাব্দের এই দিনে   ইরানের তেবরিজ শহরে ৭.৭ মাত্রার ভূমিকম্প। প্রায় ৮০,০০০ মানুষ নিহত হয়।

১৮০৬ খ্রিস্টাব্দের এই দিনে   ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে নেয়।

১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে   আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার লাভ করে।

১৮৮৪ খ্রিস্টাব্দের এই দিনে   সমাজ সংস্কারক ও ব্রাহ্মসমাজের নেতা কেশবচন্দ্র সেন মৃত্যুবরণ করেন।

১৮৮৫ খ্রিস্টাব্দের এই দিনে   ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদ রাধাগোবিন্দ বসাক মৃত্যুবরণ করেন।

১৮৯৫ খ্রিস্টাব্দের এই দিনে   ফরাসি কবি পল ভেরলেনের মৃত্যু।

১৯০৯ খ্রিস্টাব্দের এই দিনে   ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেন।

১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে   প্রধানত ব্রিটেন এবং ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিত্র বাহিনী তুরস্কের বিরুদ্ধে তাদের গ্যালিওপোলি অভিযানের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে   মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন।

এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফার এর উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।

১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে   বাদশা হোসেন বহিষ্কার। ইবনে সাউদ হেজাজের নতুন বাদশা। দেশের (হেজাজ) নাম পরিবর্তন করে সৌদি আরব।

১৯৩৪ খ্রিস্টাব্দের এই দিনে   রুশ দেশের প্রখ্যাত সাহিত্যিক আন্দ্রে বেলি মৃত্যুবরণ করেন।

১৯৩৫ খ্রিস্টাব্দের এই দিনে   কিংবদন্তীতুল্য মার্কিন রক্সঙ্গীত শিল্পী এল্ভিস প্রেস্লি জন্মগ্রহন করেন।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে   ব্রিটেনে যুদ্ধ পরিস্থিতিতে চিনি মাখন ইত্যাদির রেশন শুরু।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে   স্কাউট আন্দোলনের পুরোধা রবার্ট ব্যাডেন পাওয়েল মৃত্যুবরণ করেন।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে   পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং জন্মগ্রহণ করেন।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে   জাপানের সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইযুমি জন্মগ্রহণ করেন।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে   বাংলাদেশী অভিনেতা টেলি সামাদ জন্মগ্রহণ করেন।

১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে   প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ শুম্পটার মৃত্যুবরণ করেন।

১৯৫৯ খ্রিস্টাব্দের এই দিনে   জেনারেল চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট হন।

১৯৬৩ খ্রিস্টাব্দের এই দিনে   প্রথমবারের মতো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারী অব আর্টে প্রদর্শন।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে   পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে পৌঁছেন। নতুন দেশের স্বীকৃতির জন্যে বিশ্বের কাছে আবেদন জানান।

১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে   সোভিয়াতের মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি-২১ উৎক্ষেপিত।

১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে   চীনের বিপ্লবী নেতা চৌ এন লাই ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে   আর্মেনিয়ার স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত গোষ্ঠি রাশিয়াতে এক সাথে ৩৭ মিনিটের মাধ্যে তিন স্থানে বোমা হামলা চালায় এতে ৭ জন মারা যায়।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে   ইরানের পবিত্র নগরী কোমে ইরানের তৎকালীন শাসক রেজা শাহের বিরুদ্ধে বিক্ষোভ করে।

১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে   পুরাতত্ত্ববিদ দীনেশচন্দ্র সরকার মৃত্যুবরণ করেন।

১৯৮৭ খ্রিস্টাব্দের এই দিনে   ইরানি যোদ্ধারা পূর্বাঞ্চলীয় ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরায় মোতায়েন হানাদার সাদ্দামের বাহিনীর বিরুদ্ধে কারবালা ৫ নামের সেনা অভিযান শুরু করে।

১৯৮৭ খ্রিস্টাব্দের এই দিনে   বাংলাদেশী গবেষক ও সংগ্রাহক আলী আহমদ মৃত্যুবরণ করেন।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে   আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য অপসারণ শুরু।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে   সার্বীয় বন্দুকধারীদের গুলিতে বসনিয়ার উপ-প্রধানমন্ত্রী নিহত।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে   জায়ারে পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১ হাজার নিহত হয়।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে   প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া মিতেরার মৃত্যু।

২০১৩ খ্রিস্টাব্দের এই দিনে   বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ নির্মল সেন মৃত্যুবরণ করেন।

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।