বাগেরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপের র‌্যালি


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৭ জানুয়ারি ২০১৬

যশোরে আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর। এ উপলক্ষে প্রচারাভিযানের অংশ হিসেবে বাগেরহাট শহরে র‌্যালি করেছে জেলা ফুটবল এ্যাসোসিয়েশন (ডিএফএ)।

৪র্থ বারের মতো বাংলাদেশে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে সাধারন মানুষকে অবহিত করনের লক্ষ্যে সারা দেশে প্রচারাভিযান র‌্যালি করার ঘোষনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারই অংশ হিসেবে বাগেরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট স্টেডিয়াম থেকে কর্মকর্তা ও বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের সমন্বয়ে প্রচারাভিযানের র‌্যালিটি বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।

র‌্যালি শেষে স্টেডিয়ামের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন সরদার সেলিম আহমেদ,  শেখ হায়দার আলী বাবু, অমিত রায়, সরদার ওমর ফারুক প্রমুখ,মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।